ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ইয়াবাকারবারিদের গুলিবিনিময়কালে নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
টেকনাফে ইয়াবাকারবারিদের গুলিবিনিময়কালে নারী নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় নাফ নদীর পাড়ে ইয়াবাকারবারিদের মধ্যে গুলিবিনিময়কালে হামিদা (৩২) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত হামিদা হ্নীলার জাদিমুরা এলাকার ছমি উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, জাদিমুরা বাজারের পূর্ব দিকে নাফ নদী সংলগ্ন খালি জায়গায় ইয়াবা ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ভোর পৌনে পাঁচটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনা থামাতে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থলে তল্লাশি করে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ ও দুইটি দেশীয় তৈরি বন্দুক, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড খোসা, ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

ওসি আরও জানান, নিহত হামিদা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।