ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

মিন্নি অসুস্থ, রিমান্ডে না নেওয়ার অনুরোধ বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, জুলাই ১৭, ২০১৯
মিন্নি অসুস্থ, রিমান্ডে না নেওয়ার অনুরোধ বাবার

বরগুনা: বরগুনার রিফাত শরিফ হত্যা মামলায় গ্রেফতার আয়েশা সিদ্দিকা মিন্নি ‘খুবই অসুস্থ’ বলে দাবি করেছেন তার বাবা মোজাম্মেল হক কিশোর।

তার দাবি, ‘আমার মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি খু্বই অসুস্থ। যদি তাকে রিমান্ডে নেওয়া হয়, তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে।



রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী ও তার স্ত্রী মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর মেয়ের অসুস্থতার কাগজপত্র নিয়ে বুধবার (১৭ জুলাই) দুপুরে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে হাজির হয়েছেন। এ সময় আদালতের বারান্দায় বসে সাংবাদিকদের এসব কাগজপত্র দেখান তিনি।  

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হুমায়ুন বাংলানিউজকে জানান, আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নিকে বিকেলে আদালতে তোলা হবে। তদন্তের জন্য তার রিমান্ড চাওয়াও হবে।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে রিফাত হত্যার ঘটনায় এজাহারনামীয় এবং সন্দেভাজন মোট ১৫ জনকে গ্রেফতার করা হলো।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়।  
 
পড়ুন>>
**বিকেলে আদালতে নেওয়া হবে মিন্নিকে 

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘন্টা, জুলাই ১৭ ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।