ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ডেঙ্গু নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস মেয়রের সঙ্গে পুরান ঢাকায় লিফলেট বিতরণ করছেন রাষ্ট্রদূত মিলার

ঢাকা: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (সিডিএমডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (১৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে পুরান ঢাকা পরিদর্শনকালে সহায়তার এ ঘোষণা দেন মার্কিন রাষ্ট্রদূত।  

তিনি বলেন, বাংলাদেশে আমাদের ছোট্ট একটা অফিস আছে যেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হয়।

একই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নে কাজ করি আমরা। কীভাবে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে আলাপ করেছি।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বাংলাদেশ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস রয়েছে, সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

পুরান ঢাকার খাবার চেখে দেখেন মিলারএর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি পুরান ঢাকার  ঐতিহ্যবাহী খাবার হাজির বিরিয়ানি, বাখরখানি, ও মাঠার স্বাদ নেন। রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুব সুস্বাদু বলে উল্লেখ করেন এবং একই সঙ্গে আতিথেয়তার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান।

পরে রাষ্ট্রদূত ও মেয়র ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক লিফলেট এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।