ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সার্জেন্ট কিবরিয়ার ৩য় দফা জানাজা, জনস্রোত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
সার্জেন্ট কিবরিয়ার ৩য় দফা জানাজা, জনস্রোত

পটুয়াখালী: বাংলাদেশ পুলিশের বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া তৃতীয় দফা নামাজে জানাজা শেষ হয়েছে।

বুধবার (১৮ জুলাই) সকালে পটুয়াখালী মির্জাগঞ্জ সুবিদখালী ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন চতরা ওলামা মঞ্জিল সালেহিয়া দিনীয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা মোতাহার হোসাইন।

এদিকে জানাজার আগে সার্জেন্ট গোলাম কিবরিয়ার মরদেহের  প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে গার্ড অফ অনার দেওয়া হয়।

সার্জেন্ট কিবরিয়াকে শেষ বারের মতো একনজর দেখতে উপচে পড়া ভিড়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান  সর্বস্তরের লোকজন।

জানাজায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আতাহার গাজীসহ উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

জানাজার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন সার্জেন্ট কিবরিয়ার বাবা প্রফেসর ইউনুস আহমেদ। তিনি সবার কাছে তার সন্তানের জন্য দোয়ার আবেদন করেন।

আগামী শুক্রবার (১৯ জুলাই) মির্জাগঞ্জ উপজেলা সদরের সব মসজিদে বাদ জুমা রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।