ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় আত্রাই নদের বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
মান্দায় আত্রাই নদের বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত ভেঙে গেলো আত্রাই নদের বনকুড়া এলাকার বাঁধ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদের বনকুড়া এলাকার বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ভোরে ওই বাঁধটি ভেঙে যায়।

এলাকাবাসী জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদের পানি বেড়ে যায়।

ফলে মঙ্গলবার (১৬ জুলাই) থেকেই নদের পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বুধবার ভোরে বাঁধটির ২শ ফিট অংশ ভেঙে যায়। এতে করে কসব, বিষ্ণুপুর, নুরুল্লাবাদ ইউনিয়নের এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বাংলানিউজকে জানান, জেলা থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বরাদ্দ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কাছ থেকে তথ্য পেলেই বিতরণ শুরু করা হবে।

এদিকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বাংলানিউজকে বলেন, বর্তমানে আত্রাই নদের পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।