ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বন্যায় সহযোগিতা দিতে প্রস্তুত তিন বাহিনী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
‘বন্যায় সহযোগিতা দিতে প্রস্তুত তিন বাহিনী’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেনাপ্রধান। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশে বন্যা পরিস্থিতির অবনতি হলে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তিন বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী থেকে সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি।

যদি এ ধরনের কোনো কিছু হয়, তাহলে যেকোনো সময় সহযোগিতা চাইলে তিন বাহিনী প্রস্তুত আছে।

ডিসি সম্মেলন প্রসঙ্গে জেনারেল আজিজ আহমেদ বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯ 
জিসিজি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।