ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাই হ্রদে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৩৩ হাজার কিউসেক পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
কাপ্তাই হ্রদে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৩৩ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদের ১৬ গেট দিয়ে পানি ছাড়া হচ্ছে, ছবি: বাংলানিউজ

রাঙামাটি: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। এতে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে। এজন্য বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে দিয়ে সেকেন্ডে ৩৩ হাজার কিউসেক পানি ছাড়ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত সোয়া ১০টার দিকে বিষয়টি বাংলানিউজকে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির চাপ বাড়ায় পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই বাঁধের সবক’টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে।

 

রাত ৮টার দিকে ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দিলে সেকেন্ডে ৩৩ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক নিয়মে এ সময় কাপ্তাই হ্রদে ৮৬ দশমিক ৪০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত পানি রয়েছে ১০৬ দশমিক ৩০ এমএসএল। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে স্বাভাবিকের চেয়ে হ্রদে ১৯ দশমিক ৯ ফুট পানি বেশি।

সূত্রে আরও জানায়, পানি ছাড়ার কারণে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের আরেকটি ইউনিটে বিকেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ ইউনিটটি চালু হলে বিদ্যুৎ উৎপাদন ২১২ মেগাওয়াট হতো বলে জানান কর্তৃপক্ষ।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ড. এম এম এ আব্দুজ্জাহের বাংলানিউজকে জানান, রাত পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ৩০ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৯ দশমিক ৯ ফুট বেশি পানি থাকায় স্পিলওয়ে খুলে দিয়ে পানির চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।