ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এরশাদের মৃত্যুতে পাকিস্তানের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এরশাদের মৃত্যুতে পাকিস্তানের শোক

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তান।

মঙ্গলবার (১৬ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রকাশ করে।  

ওই শোক বার্তায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।

তিনি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছিলেন।  

‘হুসেইন মুহম্মদ এরশাদ সার্ক সামিটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ’ 

গত ১৪ জুলাই সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ। মঙ্গলবার রংপুরে নিজ হাতেগড়া ‘পল্লীনিবাসে’ তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
টিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।