ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অক্সিজেন শূন্যতায় মরলো ১৫ মণ মাছ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
অক্সিজেন শূন্যতায় মরলো ১৫ মণ মাছ!

নেত্রকোণা: ধারণ ক্ষমতার বেশি মাছ ছাড়ার কারণে অক্সিজেন শূন্য হয়ে নেত্রকোণার কেন্দুয়ায় একটি পুকুরের ১৫ মণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে ওই গ্রামের এক মৎস্য চাষির পুকুরের ১৫ মণ ভিয়েতনামি কৈ মাছ এক সঙ্গে মরে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরটির পানি পরীক্ষা করে দেখা যায়, চার কাঠার পুকুরটিতে মাছ থাকার কথা সর্বোচ্চ ২০ হাজার, কিন্তু ওই চাষি সেখানে মাছ ছেড়েছেন দুই লাখ! যার কারণে পুকুরটির পানি অক্সিজেন শূন্য হয়ে সব মাছ মরে ভেসে উঠেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।