bangla news

শৈলকুপায় বজ্রপাতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৬ ৭:০০:২৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই দিনমজুর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩৭) ও নিজাম উদ্দিন(৫০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি বলে জানা গেছে।

আহতরা হলেন- জমির মালিক জামির মালিতা ও তার ভাইপো সাব্বির হোসেন।

রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে অন্যের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুইজন এবং আহত হন জমির মালিক ও তার ভাইপো। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ঝিনাইদহ বজ্রপাতে মৃত্যু 
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-16 19:00:26