bangla news

উলিপুরে নৌকা ডুবে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৬ ৬:৫১:৩৯ পিএম
নিহতদের বাড়িতে শোকের মাতম, ছবি: বাংলানিউজ

নিহতদের বাড়িতে শোকের মাতম, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বন্যা কবলিত এলাকায় স্বজনদের দেখতে গিয়ে নৌকা ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- রূপামণি (০৮), হাসিবুর (০৭), সুমন (০৮), রুকুমণি (৭) ও রুনা বেগম (৩২)। 

গুরুতর আহত লাভলী বেগম (৪৫), রুমি বেগম (১৬) ও আয়শা সিদ্দিকাকে (০৫) উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নৌকায় থাকা লাভলী বেগম ও এনামুল ফকির বাংলানিউজকে জানান, বন্যার পানিতে ডুবে যাওয়া স্বজনদের বাড়ি দেখতে ২০ থেকে ২৫ জন নারী-পুরুষ ও শিশু নৌকায় করে যাচ্ছিলেন। এসময় তীব্র স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। পরে বাকিরা সাঁতার কেটে বেঁচে ফিরলেও এই পাঁচজন আর ফিরতে পারেননি।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফখরুল আলম বাংলানিউজকে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক বাংলানিউজকে বলেন, দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এফইএস/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   বন্যা কুড়িগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-16 18:51:39