bangla news

তৃতীয়দিনে পৌরসভার কর্মচারীদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৬ ৩:৫৮:০৩ পিএম
অবস্থান কর্মসূচি, ছবি: বাংলানিউজ

অবস্থান কর্মসূচি, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে তৃতীয়দিনের মতো রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অবস্থান নিয়েছেন।

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, রোববার থেকে আমরা এ কর্মসূচি শুরু করেছি। প্রবল ঝড়-বৃষ্টির উপেক্ষা করে কর্মসূচি অব্যাহত আছে। এখন পর্যন্ত ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে আমাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশের সব পৌরসভা বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা আশা করছি।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপদেষ্টা কে জি এম মাহমুদ, এ জেড এম আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমএমআই/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-16 15:58:03