ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ভাঙন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
ফরিদপুরে ভাঙন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শুরু

ফরিদপুর: বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হওয়ার আশঙ্কায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত হরিরামপুর ইউনিয়নের সবুল্লা শিকদারের ডাঙ্গীর ১৫০ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কাজের উদ্বোধন করেন পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ।

এসময় চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ খান, সবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

পাউবো সূত্র জানায়, সবুল্লা শিকদারের ডাঙ্গীর ভাঙনের স্থান থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে জিও ব্যাগ ডাম্পিংয়ের হচ্ছে, এজন্য কাজের ব্যয় ও সময়সীমা নির্ধারণ করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।