ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুব্রত বাইন পরিচয়ে আনু মুহাম্মদের কাছে চাঁদা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
সুব্রত বাইন পরিচয়ে আনু মুহাম্মদের কাছে চাঁদা দাবি আনু মুহাম্মদ

ঢাকা: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইলে ফোন করে চাঁদা না দিলে পরিবারের সদস্যদের গুম করা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন আনু মুহাম্মদ।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ফোন নম্বর: +৯১৮০১৭৮২২৭২৫ থেকে আজ সকাল ১০টায় একটা ফোন এলো।

নিজের পরিচয় দিলেন সুব্রত বাইন, কলকাতায় থাকেন, তিনি নাকি শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কলকাতায় তার ‘ছোট ভাইদের’ চিকিৎসার জন্য টাকা দাবি করলেন। না দিলে পরিবারের সদস্য গুমসহ কীভাবে টাকা আদায় করবেন তা দেখতে বললেন।

সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি জানিয়ে রাখলাম। ’

এ বিষয়ে জানতে চাইলে আনু মুহাম্মদ বলেন, এর আগেও আমাকে একাধিকবার হত্যা, গুম ও চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। সে সময় নিরাপত্তাজনিত কারণে আইনি সহায়তা নিয়েছি।

এবারও হুমকির বিষয়ে রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।