ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দ আবুল হোসেনের ভগ্নিপতি টুন্নু মিয়া আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
সৈয়দ আবুল হোসেনের ভগ্নিপতি টুন্নু মিয়া আর নেই সৈয়দ টুন্নু মিয়া

ঢাকা: শিক্ষানুরাগী ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভগ্নিপতি সৈয়দ টুন্নু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টুন্নু মিয়ার ছোট ছেলে সৈয়দ মনোয়ার হোসেন আমেরিকার নাসায় চাকরিরত থাকায় ১৭ জুলাই (বুধবার) বাদ জোহর ডাসার থানা সংলগ্ন সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ডাসার বাঁশবাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।