ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্রাই নদের পানি বিপদসীমার ৫০ সে.মি.ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আত্রাই নদের পানি বিপদসীমার ৫০ সে.মি.ওপরে আত্রাই নদের পানি বিপদসীমার ৫০ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর আত্রাই নদের পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার।

তিনি আরও জানান, আত্রাই নদের ৪ পয়েন্টের মধ্য ২ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও শিমুলতলী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

রাতের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে জানান তিনি। তবে এখনও কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে নওগাঁ শহরের মাঝদিয়ে প্রবাহিত ছোট যমুনার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার প্রভাব মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে তাদের। মানুষজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।