ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
রংপুরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান। ছবি: বাংলানিউজ

রংপুর: সদ্যপ্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এইচ এম এরশাদের মরদেহ রংপুরে নেওয়া উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে এরশাদের মরদেহে সম্মান জানাতে ইতোমধ্যে লাখো মানুষ জড়ো হয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসছে।

এত মানুষের সমাগমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

তিনি বলেন, মরদেহ ক্যান্টনমেন্ট থেকে জানাজার স্থানে নিয়ে আনা-নেওয়া ও শ্রদ্ধা নিবেদনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওয়ানা হয়। সেখানে বাদ-জোহর রংপুর ঈদগাহ মাঠে চতুর্থ জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারযোগে ফের ঢাকায় আনা হবে। বাদ-আসর বনানীতে সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।