ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থ আত্মসাতে ফারইস্ট কো-অপারেটিভের চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
অর্থ আত্মসাতে ফারইস্ট কো-অপারেটিভের চেয়ারম্যান গ্রেফতার

ঢাকা: ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লি. (এফআইসিএল)  এর চেয়ারম্যান এবং মালিক শামীম কবিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৫ জুলাই) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

তিনি জানান, মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ ২৮টি মামলার আসামি শামীম কবির প্রায় ৪ বছর ধরে পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে অন্তত ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সোমবার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ