bangla news

মুন্সিগঞ্জে কারেন্ট জাল-ডিটারজেন্ট কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৬ ৬:৩৩:৫১ এএম
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলানিউজ

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানাকে ১০ হাজার এবং নকল ডিটারজেন্ট পাউডার উৎপাদনের কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, সরঞ্জামাদি ও নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জোড়পুকুর পাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, অবৈধ জাল তৈরির কারখানা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কারখানার মালিক যাকির সাঈদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় নকল ডিটারজেন্ট তৈরির কারখানার মালিক নাসির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল পাউডার তৈরির সরঞ্জামাদিও জব্দ করা হয়। 

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-16 06:33:51