ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাশকতার মামলায় ডিমলার নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
নাশকতার মামলায় ডিমলার নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আয়েশা সিদ্দীকাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) দুপুরে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহেদুল ইসলাম জামিন নামঞ্জুর করে আয়েশাসহ ওই মামলার আরও তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে ডিমলা উপজেলা শহরের কুমারপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর বাড়িতে জামায়াতের নারী সংগঠনের ৩৫ জনের একটি বৈঠক বসে।

এসময় পুলিশ অভিযান চালিয়ে ওই পরিকল্পনার নেতৃত্বে থাকা সপুরা বেগমসহ জামায়াতের নারী সংগঠনের নয়জন নেতা-কর্মীকে আটক করে। অভিযানের সময় দলের সদস্য উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আয়েশাসহ ২৬ জন পালিয়ে যান। পরে ডিমলা থানার উপ-পরিদর্শক (এনআই) ইলিয়াস আলী সন্ত্রাসবিরোধী আইনে তাদের নামে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই মাসুদ মিয়া।

ওই মামলায় নারী ভাইস-চেয়ারম্যান আয়েশাসহ আছিয়া বেগম, ফরিদা বেগম ও সাবিনা ইয়াছমিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।