ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে পানিবন্দিদের স্বাস্থ্যসেবা দিলো ‘সবুজ সাথী’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
মৌলভীবাজারে পানিবন্দিদের স্বাস্থ্যসেবা দিলো ‘সবুজ সাথী’ পানিবন্দি মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার পানিবন্দি হাজারো মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে জনকল্যাণমূলক সংগঠন ‘সবুজ সাথী’। 

সোমবার (১৫ জুলাই) জনকল্যাণমূলক সংগঠন ‘সবুজ সাথী’র উদ্যোগে মৌলভীবাজার সদর ইউনিয়নের খলিলপুর, আখাইলকুড়া, চাঁদনিঘাট, মনুমুখ, কনকপুর এলাকার পানিবন্দিদের স্বাস্থ্যসেবাসহ ওষুধ দেওয়া  হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. নেছার আহমেদ, মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, খলিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখরাই মিয়াসহ সংগঠনের চিকিৎসকরা।


 
মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক বাংলানিউজকে বলেন, ‘আমাদের জনকল্যাণমূলক সংগঠন সবুজ সাথীর উদ্যোগে মৌলভীবাজার সদর ইউনিয়নের চাঁদনীঘাটসহ বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ ওষুধ দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, আমরা পানিবন্দি পরিবার গুলোর সদস্যদের খাওয়ার জন্য ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চর্মরোগের জন্য মলমসহ বিভিন্ন ওষুধ দিয়েছি। এছাড়া আমাদের কয়েকটি টিমের মাধ্যমে মৌলভীবাজার সদর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ