ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এরশাদের মৃত্যুতে ড. ইউনূসের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এরশাদের মৃত্যুতে ড. ইউনূসের শোক হুসেইন মুহম্মদ এরশাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।   

সোমবার (১৫ জুলাই) ইউনূস সেন্টার থেকে সংবাদ মাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, এরশাদের মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

শোক বার্তা তিনি আরও বলেন, গরীব মানুষের জন্য একটি ব্যাংক করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তার নিকট পেশ করি।

অর্থমন্ত্রীর জোরালো সর্মথনে তিনি এ প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। এরশাদ এ সাহসী সিদ্ধান্ত না নিলে ব্যাংকটি সৃষ্টি  হতো না। এরশাদ গ্রামীণ ব্যাংকের জন্য আইনও তৈরি করে দিয়েছেন। ব্যাংকটিকে নিজস্ব শক্তিতে চলার জন্যও তিনি সে-আইন সংশোধন করে দিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।