ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এরশাদের শোক বইয়ে লিখলেন ভারতীয় হাইকমিশনার 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এরশাদের শোক বইয়ে লিখলেন ভারতীয় হাইকমিশনার  এরশাদের জন্য খোলা শোকবইয়ে লিখছেন রীভা গাঙ্গুলি দাশ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে খোলা শোক বইয়ে লিখে নিজের অভিব্যক্তি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (১৫ জুলাই) ঢাকার ভারতীয় কমিশন এ তথ্য জানায়।  

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ঘটনায় বনানীর জাতীয় পার্টি অফিসে একটি শোক বই খোলা হয়েছে।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা,  জুলাই ১৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।