ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কারখানায় নকল পণ্য তৈরি, ২০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
কারখানায় নকল পণ্য তৈরি, ২০ লাখ টাকা জরিমানা নকল পণ্য তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নকল পণ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ভুলতা এলাকার মেসার্স হাসান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।  

অভিযানের সময় মালিক ইমারত হোসেনের কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।

অননুমোদিত ও কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নামি একটি কোম্পানির নকল পণ্যে বিএসটিআইর সিল ব্যবহার করায় জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের পণ্যের উৎপাদন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।  

মেসার্স হাসান ট্রেডার্সে তাদের নিজস্ব পণ্য মায়া লিচি ড্রিংকস, ফান লিচি ফ্লেভার ড্রিংকস, চকি লিচি ড্রিকস, টনি ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকস তৈরি করে বাজারজাত করতো।  

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া পণ্য তৈরি করে বিএসটিআইর সিল ব্যবহার করে বাজারজাত করায় এ জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।