ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারের কলাতলী থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
কক্সবাজারের কলাতলী থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী এলাকার কাটাপাহাড় থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করছে পুলিশ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এসময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় তৈরি অস্ত্র ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, সকালে কলাতলী বাইপাস সড়কের পাশে কাটাপাহাড় নামক স্থানে দু’টি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে। পরে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে বন্দুক ও ইয়াবাও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা দু’জনই মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে গুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

তবে মরদেহ দু’টির এখনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।