ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ জুলাই) রেলওয়ের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানায়। তবে কোনদিন কোন তারিখের টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ওই সূত্রটি।

রেল সূত্র বলছে, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে। এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) ।

রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক করেছেন শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে।  যা চলতে পারে ২ আগস্ট পর্যন্ত।

রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
টিএম/এইচএড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।