ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আংশিক চন্দ্রগ্রহণ বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আংশিক চন্দ্রগ্রহণ বুধবার

ঢাকা: আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী বুধবার (১৭ জুলাই)। এদিন চাঁদ, সূর্য ও পৃথিবী একই রেখায় অবস্থান করবে। ফলে কিছু সময়ের জন্য চাঁদ আংশিক বা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।

সোমবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ডে চন্দ্রগ্রহণটি শুরু হবে।

যা শেষ হবে ভোর ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে। আর সর্বোচ্চ চন্দ্রগ্রহণ ঘটবে রাত ৩টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ডে। এর মাত্রা হবে দশমিক ৬৫৮।  

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আইএসপিআর। চন্দ্রগ্রহণটি মূলত ভারত মহাসাগরে মরিশাসের পূর্ব দিক থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্য কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পর্যন্ত দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।