ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোণায় ভেসে গেলো ১২ কোটি টাকার মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
নেত্রকোণায় ভেসে গেলো ১২ কোটি টাকার মাছ বন্যায় তলিয়ে গেছে পুকুর। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: বন্যায় নেত্রকোণার ১০ উপজেলার মধ্যে ৮ উপজেলায় ২ হাজার ৯৬৩টি পুকুর তলিয়ে ১২ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে আড়াই হাজারের মতো মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নেত্রকোণার মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অবিরত বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে।

জেলার কেন্দুয়া ও খালিয়াজুরী ছাড়া সদর, আটপাড়া, দুর্গাপুর, কলমাকান্দা, মোহনগঞ্জ, বারহাট্টা, মদন ও পূর্বধলা উপজেলায় ২ হাজার ৯৬৩টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে।

পানিতে ভেসে গেছে পুকুরে চাষ করা দেশীয় নানা প্রজাতির ছোট-বড় ১ হাজার ৩৪২ মেট্রিকটন মাছ। বাজারে এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা তৈরি করে সরকারিভাবে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।