ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়েছেন। 

সোমবার (১৫ জুলাই) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


 
নিহত ট্রাকচালক কামালের বাড়ি খুলনার নুরনগর এলাকায় ও আহত হেলপার শামিম টুটপাড়া এলাকার বাসিন্দা। শামিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বাংলানিউজকে জানান, রোববার শেষরাত ৩টার দিকে মোংলা থেকে বৈদ্যুতিক সরমঞ্জাম নিয়ে ট্রাকটি বরিশাল যাচ্ছিল। পথে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার। এসময় ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়। প্রায় ৪ ঘণ্টা  চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad