ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে ১৭ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
মুন্সিগঞ্জে ১৭ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরের নয়াগাও এলাকায় একটি জালের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জব্দ ৮৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৭ কোটি ২০ লাখ টাকা।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলার ধলেশ্বরী নদীর তীরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এর আগে, এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে  নয়াগাও এলাকায় আল মদিনা ফিশিং নেট নামে জালের একটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে ৮৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। ফ্যাক্টরির মালিককে এসময় অবৈধ জাল তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad