ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের সদর উপজেলার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার ৫’শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযানে অংশ নেন।

অভিযানে মৌলভীবাজার রোডে অবস্থিত কলি হোটেলকে ৩ হাজার  টাকা, শেরপুর বাজারে অবস্থিত একটি মুরগির দোকানকে ৫’শ টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত জয়গুরু ভ্যারাইটিজ স্টোরকে এক হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
 
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, পঁচা ও বাসি মিষ্টি বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটি তিনটিকে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।