ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে হত্যা মামলায় সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
সিলেটে হত্যা মামলায় সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

সিলেট: সিলেটের জকিগঞ্জের লাকি হোটেলের মালিক কামাল আহমদকে হত্যা মামলায় সৎ ভাই জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের কেছরি গ্রামের মৃত শফিকুল হকের ছেলে।

রোববার (১৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি জাকির হোসেন আদালতে উপস্থিতিতে ছিলেন।

সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সহোদর কামাল হোসেনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাকির হোসেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা।

এ ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদী হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত বিচারকার্য  ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad