ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা: সেনাবাহিনীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

রোববার (১৪ জুলাই) ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

সেনাবাহিনী প্রধান একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনানিবাসে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন করেন।

 

এ সময় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সব ইউনিট/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এ বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ফুল গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন সেনানিবাসে সর্বমোট প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে।  

বরাবরের মতো এবারো বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বাড়া ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্যে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।