ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু নাঈমের পরিবারের খোঁজে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
শিশু নাঈমের পরিবারের খোঁজে পুলিশ

নেত্রকোণা: দুইদিন পেরিয়ে যেতে বসলেও আট বছরের শিশু নাঈমের পরিবারের কোনো সন্ধান পায়নি নেত্রকোণা জেলা পুলিশ।

পরে শিশুটি পরিবারকে খুঁজে পেতে শনিবার (১৩ জুলাই) দিনগত রাতে ফেসবুক পোস্টের আশ্রয় নেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ্জাহান মিয়া।

পুলিশের এ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, শুক্রবার (১২ জুলাই) ভোরে নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ নাঈমকে উদ্ধার করে।

পৌরসভার সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। সেসময় তাকে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম নাঈম ও বাবার নাম রিপন মিয়া বলে পুলিশকে জানায়। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল জানিয়ে শিশুটি নিজেকে সেখানকার জামিয়া ইসলামিয়া শহীদি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্র বলেও দাবি করে।

কিন্তু সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট থানার মাধ্যমে খোঁজখবর নিয়েও নাঈমের পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেষে শিশুটিকে আপনজনের কাছে ফিরিয়ে দিতে ফেসবুকে তার ছবিসহ পোস্ট দিতে বাধ্য হন বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

শিশুটি পরিচিত কারো দৃষ্টিতে এলে নাঈমের পরিবারের সন্ধান দিতে ০১৭১৩৩৭৩৪৯৯ ও ০১৭১৩৩৭৩৫১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয় ওই ফেসবুক পোস্টে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।