ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মাগুরা: মাগুরায় প্রাইভেটকার উল্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহসিন সর্দার (৫০) ও তার স্ত্রী রীনা বেগম (৪৫)।

তাদের বাড়ি যশোর কাজিপাড়া এলাকায়।

আহতরা হলো- ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৫) ও ভাতিজা হাসান ইমাম (১২)। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মহসিন সর্দার তার স্ত্রী রীনা বেগম, মেয়ে তাসমিন ও ভাতিজা হাসান ইমামকে নিয়ে নিজের প্রাইভেটকার চালিয়ে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। তারা মাগুরার সীতারামপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা লাগে। এতে মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম।  

নিহত স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দু’জনকে ওই  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।