ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার কৃষকের মৃত্যু

পাবনা: পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ ৪ কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকলা ইউিনয়নের পাচুারিয়া এ ঘটনা ঘটে।  

এরা হলেন- বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুারিয়া গ্রামের কৃষক মোতালিব সরদার (৫০), তার দুই ছেলে শরিফ সরদার (১৭) ও ফরিদ সরদার (২০) এবং প্রতিবেশী রহম প্রামানিক (৬০)।

পাবনা বেড়া থানার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরের দিকে বেড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে একটি পুকুরে পাট পরিষ্কার করতে থাকা অবস্থায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে বাবা, দুই ছেলে ও এক প্রতিবেশীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad