ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ৪ দিন পর মিললো নিখোঁজ আইনজীবীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
টাঙ্গাইলে ৪ দিন পর মিললো নিখোঁজ আইনজীবীর মরদেহ  মিঞা মোহাম্মদ হাসান আলী রেজা

টাঙ্গাইল: নিখোঁজ হওয়ার চারদিন পর কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আকুরটাকুর পাড়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার ছেলে মো. লিটু এসে উদ্ধার হওয়া মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

গত সোমবার (৮ জুলাই) হাসান আলী রেজা (৭৬) টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে চা পান করার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ওই এলাকার একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোট পরিহিত এক যুবকের মোটরসাইকেলের পেছনে চড়ে তিনি যাচ্ছেন।  

নিখোঁজ হওয়ার ব্যাপারে মঙ্গলবার (৯ জুলাই) টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।