ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাহিরপুরে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
তাহিরপুরে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও তার ছেলে তারা মিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা-ছেলে ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

স্থানীয়রা বাবা-ছেলেকে পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে দেখা যায় তারা আর বেঁচে নেই।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad