ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে টেক্সটাইল মিলে আগুন, দগ্ধসহ আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
শ্রীপুরে টেক্সটাইল মিলে আগুন, দগ্ধসহ আহত ৬

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে দগ্ধসহ ৬জন আহত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে জারবা টেক্সটাইল মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

আহতরা হলেন ইলেক্টিশিয়ান সাইফুল ইসলাম (৩৪), হাসান মিয়া (২৬), মিজান (২২), ইউটিলিটি রাজীব (২৭), রিপন মিয়া (৩৫) ও ফায়ার কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বাংলানিউজকে জানান, মিলের জেনারেটর রুমে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিলের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন আগুন নেভানো হয়। আগুনে মিলের কর্মরত দু’জন দগ্ধসহ ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাইফুল ও হাসানকে দগ্ধ এবং মিজান ও রাজীবকে আঘাতপ্রাপ্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এছাড়া আহত সিদ্দিকুর রহমান ও রিপনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গ্যাসের চাপ থেকে জেনারেটর রুমে আগুন লাগে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।