ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে পদ্মাসেতু নিয়ে গুজব রটানোর অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
বকশীগঞ্জে পদ্মাসেতু নিয়ে গুজব রটানোর অভিযোগে যুবক আটক র‌্যাবের হাতে আটক ফোরকান মিয়া, ছবি: বাংলানিউজ

জামালপুর: পদ্মাসেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ফোরকান মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফোরকান মিয়া ধারারচর গ্রামের সোনা মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক পুলিশ সুপার তোফায়েল মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরকান মিয়া ফেসবুকে পদ্মা সেতু ও সেতুমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও আতঙ্ক ছড়িয়ে স্ট্যাটাস দিয়ে আসছিল। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি দল ধারারচর গ্রাম থেকে ফোরকানকে আটক করে।

ফোরকান মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ