bangla news

জামালপুরে যমুনায় পানি বিপদসীমার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১২ ১১:২৪:১৮ পিএম
বন্যার পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, ছবি: বাংলানিউজ

বন্যার পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, ছবি: বাংলানিউজ

জামালপুর: অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১২ জুলাই) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বেড়ে বর্তমানে (রাত-৮টা) বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বাড়ায় নতুন করে জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হচ্ছে।

এরই মধ্যেই মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

গত দুইদিনে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বকশীগঞ্জে বাঁধ ভেঙে বন্যা দেখা দিলেও বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানিতে বকশীগঞ্জে নুর ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

** বন্যা পর্যবেক্ষণে কন্ট্রোল রুম, ১০৯০-তে পূর্বাভাস

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-12 23:24:18