ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বরিশাল: বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় নগরের বেশ কয়েকটি মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের আয়োজনে নগরের নতুন বাজারস্থ অমৃতাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়।

এরপর রথযাত্রাটি নগরের সদর রোড, চকবাজার, বাজার রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে এসে শেষ হয়।  

এছাড়াও নগরের জগন্নাথ মন্দিরের ব্যবস্থাপনায় ধর্মরক্ষিণী সভাগৃহ থেকেও উল্টো রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়। এছাড়া ইসকন ও জগন্নাথ মন্দিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনও ছিলো।  

এর আগে ৫ জুলাই থেকে বরিশালে সাত দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। এরপর থেকেই নগরের বিভিন্ন মন্দিরে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।