ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক নির্মাণে অনিয়ম: দুদকের হটলাইনে অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
সড়ক নির্মাণে অনিয়ম: দুদকের হটলাইনে অভিযোগ

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরা ডাঙ্গা এলাকায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ‘১০৬’ নম্বরে অভিযোগ দেয় স্থানীয়রা। হটলাইনে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক।

হটলাইনে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুলাই) ওই এলাকার একটি সড়কে দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

জানা যায়, গত জুন মাসে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী সড়ক নির্মাণের কাজ শেষ হয়।

অভিযোগের ভিত্তিতে দুদক টিম পর্যবেক্ষণে এসে দেখতে পায় সড়কের বিভিন্ন স্থানে হাত দেওয়া মাত্রই পিচঢালাই উঠে যাচ্ছে। নিম্নমানের কাজ ও সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সরেজমিনে দেখতে পায় দুদক টিম।

প্রাথমিকভাবে অনিয়ম ও দুর্নীতি নিশ্চিত হওয়ায় অধিকতর অনুসন্ধানের জন্য অনুমোদন চেয়ে কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।