bangla news

কলেজছাত্র ইমন হত্যাকারীদের ফাঁসির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১২ ৫:০৪:০৯ পিএম
ইমন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ইমন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: কলেজছাত্র ইমন মোল্লাকে হত্যার বিচারের দাবি জানিয়েছে ‘মাগুরাসহ বিভিন্ন জেলার সর্বস্তরের সাধারণ জনগণ’। এসময় নিহতের মাথা উদ্ধারসহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।

শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। 

জানা যায়, মাগুরা সদর থানার চাঁদপুর গ্রামের ইসলাম মোল্লার ছোটছেলে মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র ইমন মোল্লা। গত ১ জুলাই রাতে হুমায়ুন ও অনিক নামে দুই যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে, মহম্মদপুর উপজেলার পারুয়ারকুল গ্রাম থেকে ইমনের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়।

মানববন্ধনে জানানো হয়, গত ২ জুলাই এ ব্যাপারে জেলার মোহাম্মদপুর থানায় হুমায়ুন ও অনিকসহ অজ্ঞাতদের আসামি করে মামলা (নম্বর ২) দায়ের করেন ইমনের বাবা ইসলাম মোল্লা। তবে, মামলার আসামিরা এখনো পলাতক। হত্যাকাণ্ডের ১২ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত নিহতের শরীরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার হয়নি। 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা,জুলাই ১২, ২০১৯ 
জিসিজি/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-12 17:04:09