ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে যুবক আটক

নড়াইল: পদ্মাসেতু নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রাম থেকে শহিদুল ইসলাম সোহেল (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৬। 

শুক্রবার (১২ জুলাই) সকালে লোহাগড়া থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।

 

সোহেল মাকড়াইল গ্রামের খসরুজ্জামানের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বাংলানিউজকে বলেন, পদ্মাসেতু নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে শহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।