bangla news

বরিশালে অগ্নিকাণ্ডে ৪ বসত ঘর ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১২ ৩:০০:১৫ পিএম
আগুনে পুড়ে গেছে বসত ঘর। ছবি: বাংলানিউজ

আগুনে পুড়ে গেছে বসত ঘর। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের সদর রোডে আগুনে পুড়ে গেছে চারটি বসত ঘর। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শুক্রবার (১২ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে নগরের সদর রোডের অনামী লেনে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত অশোক দাস বাংলানিউজকে জানান, আগুনে তার বসত ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে। আগস্টে মেয়ের বিয়ে, প্রস্তুতিও নেওয়া হয়েছিল সেভাবে। এর কারণে ক্ষতির পরিমাণটাও একটু বেশি।

জানা যায়, দমকল বাহিনী আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়া আর একটিতে মালিক ডা. মোস্তাক ডালি বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন :   আগুন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-12 15:00:15