ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোয় আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোয় আটক ৪

ঢাকা: ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে।

শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবককে নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র‌্যাব-৯ এবং হায়াতুন নবী (৩১) নামে একজনকে কুমিল্লা থেকে র‌্যাব-১১ এর সদস্যরা আটক করেছে।

আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (নিরাপত্তা আইন) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।