ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যায়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন শেষে গণভবন অভিমুখে রওয়ানা দেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

 

এ সময় ‘ধর্ষকদের সর্বোচ্চ শান্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই’,‘পরবর্তী ধর্ষিতা আমি হবার আগে, আমার সুরক্ষা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে’; ‘বিকৃত মানুষরূপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার’; ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।  

ডাকসুর কমনরুম ও ক্যাফেটারিয়া বিষয়ক সম্পাদক বি এম লিপি আক্তার বলেন, বাংলাদেশে ধর্ষণের মাত্রা দিনদিন বেড়েই চলছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যান্য অপরাধের প্রকাশ্যে বিচার হলেও ধর্ষকদের বিচার হয় না। একটা খুনের চেয়ে ধর্ষণ কোনো অংশে ছোট না। এজন্য প্রকাশ্যে ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে হবে।

মানববন্ধনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন শান্তা প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এসকেবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।