bangla news

সাতক্ষীরার ইউপির পুনর্নির্বাচ‌নে বিএনপি প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ১০:১৮:১১ পিএম
উপ নির্বাচন

উপ নির্বাচন

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউপি নির্বাচ‌নে বা‌তিল হওয়া পাঁচ‌টি কে‌ন্দ্রে পুনঃ‌নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এ‌তে চেয়ারম্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিএন‌পির প্রার্থী আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টা থে‌কে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচ‌নের ভোট গ্রহণ করা হয়। 

সন্ধ্যায় ভোট গণনা শে‌ষে ঘো‌ষিত ফলাফল অনুযায়ী, জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ ধা‌নের শীষ প্রতী‌কে মোট ১০ হাজার ১৩৮ ‌পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার একমাত্র প্র‌তিদ্বন্দ্বী আওয়ামী লী‌গের নৌকা প্রতীকের প্রার্থী মহিউর রহমান ময়ুর ৩১০৭ ভোট পেয়েছেন।

‌জেলা নির্বাচন অ‌ফিসার নাজমুল হাসান জানান, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আলিপু‌রের মোট ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হলেও বাকী ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বা‌তিল হওয়া ৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২২১। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৭ জন ও মহিলা ৪ হাজার ৩৩৪ জন। 

তি‌নি জানান, পূর্বের ৪টি কেন্দ্রেসহ সব মিলিয়ে ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হ‌য়ে‌ছেন আব্দুর রউফ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মহিউর রহমান ময়ুর ৩১০৭ পেয়ে পরাজিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-11 22:18:11