ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারী বর্ষণে পানির নিচে টাঙ্গাইল শহরের রাস্তাগুলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
ভারী বর্ষণে পানির নিচে টাঙ্গাইল শহরের রাস্তাগুলো

টাঙ্গাইল: প্রায় তিন ঘণ্টার ভারী বর্ষণে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। এতে করে ওইসব সড়ক দিয়ে যানচলাচলসহ সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ৪টা থেকে টানা বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র নিরালার মোড় থেকে বটতলা হয়ে আদালত এলাকা, থানাপাড়া, কলেজপাড়া, প্যারাডাইসপাড়া, পার্ক বাজার রোড, বটতলা বাজারসহ আশেপাশের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে।

শাহাদত হোসেন নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক বাংলানিউজকে বলেন, শহরে রাস্তার পাশে নির্মাণ হওয়া ড্রেনগুলো পানি নিষ্কাষণের আরও ভালো ব্যবস্থা থাকলে রাস্তাগুলো পানিতে তলিয়ে যেতো না।

শহরের আকুরটাকুর পাড়ার আবুল হোসেন নামে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, রাস্তাগুলো দুই পাশে ড্রেন ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। যেভাবে ড্রেনগুলো করেছে সেগুলো সাধারণত অলিগলিতে করা হয়। মেইন রাস্তায় এত ছোট আকারে ড্রেন নির্মাণ করলে পানিতে রাস্তাতো তলাবেই।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।